MNH

Maternal & Neo-Natal Health (MNH)

Maternal & Neo-Natal Health (MNH)নামীয় প্রকল্পটি অত্র জেলায় ২০০৯ সালহতে শুরু হয়ে অদ্যাবধি চালু আছে । ঊক্ত প্রকল্রটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য মা ও শিশু স্বাস্থের উন্নয়ন এবং মৃত্যু হার কমিয়ে আনা। এই প্রকল্রের অধিনে আধুনিক সদর হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রকল্রাধীন আধুনিক সদর হাসপাতালে পৃথক নিওনেটাল ইউনিট চালু করা হয়েছে। যেখানে শিশুরা জীবন রক্ষাকারী ঔষধ ও নিবিড় চিকিত্সা সেবা পাচ্ছে। প্রসূতি বিভাগেরও অনেক উন্নতি সাধন হয়েছে । ২৪ ঘন্টা জরুরী প্রসূতি সেবা প্রদান ও রক্ত পরিসঞ্চালন কার্যক্রম চালু আছে। জটিল রোগীদের প্রয়োজনে সিজার অপারেশন এবং যাবতীয় ঔষধপত্র বিনামূলে সরবরাহ করা হয়ে থাকে।

:: Copyright © Upazila Health Complex Baliadangi : Powered by UHC : Designed by SuPtO ::